গতকাল রাতে আমি এশার সালাত মসজিদে জামাতে আদায় করি, ফরজ ৪ রাকাত সালাতের পর আমি সুন্নত ২ রাকাত নামাজ পরে বাড়িতে চলে আসি । বিতরের নামাজ মধ্যরাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পর বিতরের নামাজ পড়ব এই নিয়ত করে আর এশারের পর বিতর পড়ি নাই ।কিন্তু মধ্যরাতে আমি ঘুম থেকে উঠতে পারি নাই 

ফজরের আজানে আমার ঘুম ভাংগে। তাই তাহাজ্জুদ সালাত ও বিতরের  সালাতও আদায় করতে পারি নাই। এতে কি আমার গুনাহ হবে??


শেয়ার করুন বন্ধুর সাথে