গত প্রশ্নে ২/৪ ফোঁটা মযীর ব্যাপারে উত্তর পেয়ে ছিলাম।এজন্য ধন্যবাদ আপনাদের। এখন (Sabirul Islam) (Sabirul Islam) (Sabirul Islam) ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, ভাই আমি এই মযীর সমস্যায় প্রতিনিয়ত থাকি। তাই অন্যান্য সময় নাপাক কাপড়টি পরিধান করি এবং শুধু নামাযের সময় পবিত্র কাপড়টি পরিধান করে নামায আদায় করি ও নামায শেষে আবার নাপাক কাপড়টি পরিধান করি। এতে কি কোনো সমস্যা হবে, যেহেতু প্রতিনিয়ত নাপাক কাপড়টি ধোয়া অসম্ভব। তো ভাই এজন্য প্রশ্ন ছিলো যে, নাপাক কাপড়টি পড়ে ওযু ও যাবতীয় কাজ করার সময় ভেজা হাতে কাপড়টি ধরে অন্য কিছুতে ধরলে সেটি নাপাক হবে কিনা???
Share with your friends