সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর সাহায্যে প্রায় ই শোনা যায় যে ডায়াবেটিস ভালো হয় এবং হচ্ছে। অনেকে দাবীও করছেন যে ভালো হয়ে যাচ্ছেন। ভারতের বিশ্বজিৎ রায় চৌধুরী সহ ডাঃ জাহাঙ্গীর কবির সহ আরো অনেকের দাবী যে এটা ভালো হয়ে যায় চিরতরে । আমিও একটা আয়ুর্বেদিক রোগ নিরাময় শীর্ষক সেমিনারে শুনলাম এটা ভালো হয়ে যায়। আসলে কতটুকু সত্য বা মিথ্যা এই কথা গুলো? অনেকে দাবী করেন ওষুধ কোম্পানি গুলো নাকি জানে এটা নিরাময়যোগ্য তবুও তাদের আর্থিক ফায়দার জন্যে এই ব্যাপার টা জন সম্মুখে আনছে না। এটা কত টুকু সত্য? যারা সত্য টা জানেন তারা আমাকে জানাবেন দয়া করে৷


শেয়ার করুন বন্ধুর সাথে
Rimious

Call

ডায়াবেটিস নিরাময়যোগ্য রোগ নয়,তবে নিয়ন্ত্রণযোগ্য রোগ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ