F.Rahman

Call

বর্তমানে করোনা ভাইরাসের ২০টির বেশি ভ্যাকসিন বা টিকার উন্নয়নে কাজ চলছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call


জেনেটিক মিউটেশনের ফলে #করোনাভাইরাস প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারিয়ান্ট তৈরি করছে, যার ফলে কার্যকর প্রতিরোধ এখনও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে প্লাটফরম টেকনোলজির কল্যাণে বেশ কিছু ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনও পেয়েছে।


তৈরির ধরন অনুযায়ী ভ্যকিসিনগুলো হচ্ছেঃ


১. মেসেঞ্জার আর এন এ ভ্যাকসিন (m-RNA vaccine)

  • ফাইজারের তৈরি ভ্যাকসিন
  • মডার্নার তৈরি ভ্যাকসিন

২. ভাইরাল ভেক্টর ভ্যাকসিন ক্যটাগরিতে

  • অক্সফোর্ড- এস্ট্রাজেনেকা
  • জনসন এন্ড জনসন/ জ্যান্সেন
  • Sputnik V

৩ প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন

  • এখনও ট্রায়াল পর্যাযে আছে

৪. ট্রাডিশনাল ভ্যাকসিন

  • Sinovac
  • Cansino
  • Sinopharma

৫. ডিএনএ ভ্যাকসিন
  • নাই

পরিসংখ্যান অনুযায়ী ভ্যাকসিনগুলো বেশ কার্যকর, তবে ঠিক কতটুকু কার্যকর তার ধারণা পেতে ভ্যাকসিন নিয়ে নিচের লেখাটি অনেক সাহয্য করবে।

COVID 19 থেকে সুরক্ষায় ব্যবহৃত যত ভ্যাকসিন


#মুক্তপ্রান #Muktopran

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ