Call

করোনা ভাইরাস এর লক্ষণ হিসাবে যে গলা ব্যাথা হয় তাকে ইংরেজি তে "Sore Throat" বলা হয়।মূলত Sore Throat এর বাংলা মানে গলা ব্যাথা যেটা সাধারণ ভাবে হয়। জ্বর,ঠান্ডা,কাশি হলে যে রকম গলা ব্যাথা হয় এটাও ঠিক তেমন কিন্ত এটা প্রচন্ড আকার ধারন করে। মানে আপনার প্রচন্ড পরিমাণে গলা ব্যাথা করবে। আমার জানা মতে গলা ব্যাথা হলে কিছু খাওয়া যায় না। অনেক কষ্ট হয় গলদ করণ করতে(গিলতে) ভয় পাবেন না: বর্তমান সময় টা তে সাধারণ ফ্লু হয়। ফ্লু হলে জ্বর,ঠান্ডা,কাশি,গলা ব্যাথা হয়। তবে একটু সতর্ক থাকবেন। এখন সময় খারাপ। বর্তমানে করোনা ভাইরাস মানব দেহে কোন উপসর্গ ছাড়াই পজেটিভ আসছে। তাই আমাদের সকল কে সতর্ক থাকতে হবে। গলা ব্যাথা দূর করার ঘরোয়া উপায়: গরম পানি পান করুন ( কুসুম গরম পানি)। কুসুম গরম পানিতে হালকা লবণ মিশিয়ে কুলকুচি করুন। খাবারে পাতি লেবু রাখুন। ঠান্ডা জাতীয় খাবার পরিহার করুন। ইলেক্ট্রিক পাখার বাতাস কম উপভোগ করুন। এখন ভোর বেলার দিকে হালকা হালকা ঠান্ডা পড়ছে। এই সময় এ পাখা বন্ধ রাখুন। কোন রকম ভয় পাবেন না। একটু সাবধানে চলুন তাহলে সব ঠিক হয়ে যাবে।আপনি ভয় পেলে আপনার গলা ব্যাথা আপনাকে দূর্বল ভেবে অনেক দিন কষ্ট দিবে আপনাকে। আপনি শক্ত থাকলে & একটু সাবধান হয়ে চললে,,,, দ্রুত নির্মূল হয়ে যাবে। বাড়িতে থাকুন। সুস্থ থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ