করোনা ভাইরাসের কারনে বিশ্বের বিভিন্ন দেশে যেসকল অনুষ্ঠান বাতিল করা হয়েছে, নিচে তার লিষ্ট দেয়া হলোঃ

 

অ্যাওয়ার্ড (পুরষ্কার) বিতরনী অনুষ্ঠানঃ

১। ব্রিটিশ সোপ অ্যাওয়ার্ড।

২৷ কানাডিয়ান ফোক মিউজিক অ্যাওয়ার্ড।

৩৷ কানাডিয়ান স্ক্রীন অ্যাওয়ার্ড।

৪৷ আমেরিকার গোল্ডেন রাস্পবেরি অ্যাওয়ার্ড।

সম্মেলন -কনফারেন্সঃ

১। American Physical Society.

২৷ American College of Cardiology.

৩। Association for Research in Vision and Ophthalmology.

৪৷ Mobile World Congress.

ধর্মীয় অনুষ্ঠানঃ

১৷ স্পেন এবং রোম'এ খ্রীষ্টান হোলি উইক।

২৷ জার্মানী এবং নেদারল্যান্ডস  এ এস্টার ফায়ারস।

৩। বৌদ্ধের জন্মদিন (পূর্ব এশিয়া)

৪। মায়ানমারের Thingyan.

খেলাধুলাঃ

এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর-দক্ষিন আমেরিকা, ওসেনিয়া সব অঞ্চলে ফিফার সকল ফুটবল খেলা আপাতত স্থগিত করা হয়েছে।

এছাড়াও

2020 World Athletics Indoor Championships(চীন),

2020 World Athletics Half Marathon Championships(পোল্যান্ড), 2020 Diamond League (কাতার) স্থগিত করা হয়েছে।

আরো স্থগিত হয়েছে, বিশ্ব ব্যাডমিন্টন টুর্নামেন্ট,ক্রিকেট,

বেসবল, বাস্কেটবল, দাবাসহ সকল আন্তর্জাতিক খেলা।

অন্যান্য অনুষ্ঠানের মধ্যেঃ

১৷ বাংলাদেশের স্বাধীনতা দিবস (২৬ মার্চ)

২। Christchurch attacks মেমোরিয়াল (নিউজিল্যান্ড)

৩৷ পহেলা বৈশাখ (বাংলাদেশ)

৪৷ বিশ্ব নারী দিবস (কাজাকিস্তান)

 

আরো অনেক অনুষ্ঠান স্থগিত হয়েছে, বিস্তারিত জেনে নিতে পারেন নিচের লিংক থেকে।

https://bit.ly/2UFTVMQ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ