ভাই, অভদ্রতার সহিত এভাবে প্রশ্ন করে অন‍্য সদস‍্যদের আচরণ নষ্ট না করে মাঠে গিয়ে গরু-ছাগলের জন‍্য ঘাস কাটেন, সওয়াব হবে। বিস্ময় আমাদের ধৈর্যশীল হতে শেখায়। বিস্ময়ে যদি ধৈর্য ধরে প্রশ্ন ও উত্তর না করতে পারেন, তাহলে বিস্ময়ে আসার প্রয়োজন নেই। কারণ অধৈর্যশীলদের আচরণের জন‍্য বিস্ময়ের সুন্দর পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়। বিস্ময়ের প্রায় সব এডমিনরাই মুসলিম। আপনি যখন তাদেরকে ঘাস কাটার কথা বলে কটাক্ষ করছেন, হতে পারে কেউ তখন নামাজ পড়ছে, কেউ বা তখন কুরআন তিলাওয়াত করছে, কেউ বা তখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, কেউ হয়তো মায়ের সেবা করছে, কেউ হয়তো ব‍্যস্তময় চাকরিতে মাথার ঘাম পায়ে ফেলছে, কেউ হয়তো স্রষ্টার প্রকৃতি ঘুরে বেড়াচ্ছে আর মুগ্ধ হচ্ছে, কেউ হয়তো অসুস্থ হয়ে আল্লাহকে ডাকছে, কেউ হয়তো পরীক্ষায় ভালো করার প্রস্তুতিতে ব‍্যস্ত। বিস্ময়ে সকল এডমিনরাই নিঃস্বার্থভাবে কাজ করে। তাদেরকে কাজের দরুন কোনো পারিশ্রমিক বা টাকা দেওয়া হয় না। সবাই হাজারো ব‍্যস্ততার মধ্যে বিস্ময়ে এসে সময় দেয়, যৌক্তিক প্রশ্ন-উত্তর অনুমোদন দেয়, ভুল উত্তর লুক্কায়িত করে, ভুল বিভাগে প্রশ্ন থাকলে সঠিক বিভাগ করে দেয়, প্রশ্ন ও উত্তরের ভুল বানান সম্পাদনা করে ঠিক করে দেয়, সতর্কতা প্রাপ্ত প্রশ্ন ও উত্তরগুলো লুক্কায়িত, সম্পাদনা, সতর্কতা মুক্ত করে। এসব কাজ করতে বহুত সময়ের প্রয়োজন হয়। কোনো পারিশ্রমিক ছাড়াই সকল এডমিনরাই নিঃস্বার্থভাবে এসব কাজ করছে। ধরুন, আমি প্রায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিজের কাজ নিয়ে ব‍্যস্ত। তারপরও হাজারো ব‍্যস্ততার মধ্যে ধর্মীয় অনুশাসন মেনে চলে বিস্ময়ে প্রশ্ন ও উত্তর করার পাশাপাশি বিস্ময়ের প্রশাসনিক কার্যক্রম করার চেষ্টা করি। মনে রাখবেন, এখানে সবায় স্বেচ্ছায় প্রশ্ন করে এবং স্বেচ্ছায় উত্তর দেয় এবং এডমিনরা স্বেচ্ছায় প্রশাসনিক কার্যক্রম তথা প্রশ্ন ও উত্তর অনুমোদন, প্রত‍্যাখ‍্যান, লুক্কায়ন, পুনঃপ্রদর্শন, সম্পাদনা, বিভাগ পুনঃনির্ধারণ ইত‍্যাদির কাজ করে। এডমিনরা হাজারো ব‍্যস্ততার মধ্যে এসব কাজ করে বিধায় অনেক সময় প্রশ্ন, উত্তর ও মন্তব্য অনুমোদন পেতে দেরি হয়। মনে রাখবেন, বিস্ময়ে অযৌক্তিক প্রশ্ন, উত্তর ও মন্তব্য লুক্কায়িত করার ক্ষমতা এডমিনদের রয়েছে। তবে কোনো সদস্য যদি মনে করে এডমিন প‍্যানেলের কোনো সদস্য তার সঠিক প্রশ্ন বা উত্ত‍র লুক্কায়িত করেছে, সেক্ষেত্রে লুক্কায়িত কারীর কাছ থেকে ব‍্যক্তিগত বার্তায় কারণটি জেনে নিবে। তারপরও সন্তুষ্ট না হলে অন‍্য কোনো বিশেষজ্ঞ বা সমন্বয়কের সাহায্য নিবে। কিন্তু এভাবে অভদ্র ভাষায় প্রশ্ন বা অভিযোগ করে বিস্ময়ের সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করা যাবে না। মনে রাখবেন, ব‍্যবহারে ব‌ংশের পরিচয়। ব‍্যবহার ভালো করুন, তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই কামিয়াবী হবে। অন‍্যথায়, বিস্ময়সহ দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই পস্তাবেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি যে প্রশ্নে উত্তর দিয়েছেন সে প্রশ্নের উত্তর আপনার অন্য এক জন দিয়েছে। আপনার আর তার উত্তর টি প্রায় সেম। যেহেতু সে আগে উত্তর দিয়েছে তাই তার উত্তর টাই গ্রহণ যোগ্য হবে।  আপনার উত্তর টি পরে দেওয়ার কারণে সে উত্তর টি লুক্কায়িত করা হয়েছে।           

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ