শ্রদ্ধেয় ভাইয়েরা,
আমার বয়স ২২ বছর, জন্মের সময় আমার মা 
মারা গেছে, আমার আপন কোন ভাইবোন নেই,
মাত্র ১১ বছর বয়সে আমার বাবা আমাকে বাড়ি 
থেকে বের করে দিয়েছে, আমি নিজ চেষ্টায় উন্মুক্ত 
থেকে ssc এবং জেনারেল থেকে Hsc পাশ করেছি, 
বর্তমানে আমি তিতুমির কলেজে ডিগ্রি ও নার্সিং 
সায়েন্স এ ডিপ্লোমা করতেছী, বাড়িতে কারও সাথে 
আমার যোগাযোগ নেই। কিন্তুু আমি গতো ৭ মাস 
আগে ভালোবেসে একজনকে গোপনে বিয়ে করেছি, 
কিন্তুু তার ফ্যামিলী আমাকে কিছুতেই মেনে নিচ্ছে না, 
একদিকে নিজের পড়াশোনা, অন্যদিকে টাকা ইনকাম 
করা, তার মধ্যে আবার এই জামেলা, আমি চিন্তায় 
রাতে ঘুমাতে পারি না, আবার তারা আমাকে ডির্ডোর্স 
লেটারও দিচ্ছে না, আর আমার দিক থেকে ডির্ভোর্স 
দিলে কাবিনের টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, 
আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না, 
মরে যেতে ইচ্ছে করছে, আমাকে সান্তনা দেওয়ার 
মতোও কেউ নেই, আমি এখন কি করতে পারি, 

প্লিজ হেল্প মি ????? 

শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি আস্থা হারাবেন না। আপনি যে ভাবেই হোক মেয়েটার সাথে মানে আপনার বউ এর সাথে কথা বলুন। সে কি চায় তা জানুন। সে যদি আপনার কাছে ডিভরস চায় তবে তার জন্ন্য আপ্নাক কোন টাকা দিতে হবে না। আর আপনি দিলে কাবিননের টাকা দিতে হবে। আপনি wait করুন। আর আপনি যদি মেয়ে কে চান তবে মেয়ের সাথে যে ভাবেই হোক কথা বলুন। আর সব চেয়ে ভাল হবে কোন উকিল এর সাথে ভাল করে সব খুলে বলুন। আপনি আস্থা হারাবেন না। আর আপনার কাজের দিকে মন দেন। বিধাতার উপর ভরসা রাখুন। সব ভালই হবে। আপনাকে অনেক ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ