আয়াতটি ব্যাখ্যা হলো, যারা আল্লাহকে ভয় করে তারা যখন বুঝে বুঝে কুরআন পাঠ করবে তখন তাদের দেহের লোম শিউরে উঠবে। কখনো আযাবের কথা শুনে দেহের লোম শিউরে উঠবে এবং কখনো রহমত ও মাগফিরাতের বর্ণনা শুনে দেহ ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যাবে। এখানে মূলত সাহাবায়ে কেরামের একটি বৈশিষ্টের কথা উল্লেখ করা হয়েছে। তাঁদের সামনে কুরআন পাঠ করা হলে তাদের চক্ষু অশ্রুপূর্ণ হয়ে যেত এবং তাদের দেহের লোম শিউরে উঠত। সুতরাং আপনিও বুঝে কুরআন পাঠ করলে শিহরিত হবেন। বস্তুত এটা আল্লাহকে ভয় করার আবশ্যকীয় বৈশিষ্ট নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
usmanahmad

Call

ইহা চূড়ান্ত পর্যায়ের তাক্বওয়াশীল দের বেলায়।

এর অর্থ তা নয় যে,আপনি মোটেই আল্লাহকে ভয় করেন না।

এবং ইহা সাহাবাদের বিশেষায়ন বর্ণনার ক্ষেত্রে এসেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ