জমজম কূপের পানি খাওয়ার নিয়ম। জমজম কূপের পানি খাওয়ার সময় কি দোয়া করা যাবে
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জমজমের পানি পানের নিয়ম অনুযায়ী যে যেই নিয়তে পান করবে (নেক ইচ্ছা), তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান কর, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান কর, তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্যে তা পান কর, তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "জমজমের পানি যে যেই নিয়তে পান করবে, তার সেই নিয়ত পূরণ হবে। যদি তুমি এই পানি রোগমুক্তির জন্য পান কর, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান কর, তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন। যদি তুমি ক্ষুধা দূর করার উদ্দেশ্যে তা পান কর, তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন। এটি জিবরাঈল (আ.)-এর পায়ের গোড়ালির আঘাতে হজরত ইসমাইল (আ.)-এর পানীয় হিসেবে সৃষ্টি হয়েছে।" (ইবনে মাজা ও আল-আজরাকি) ! ! এবং এই পানি দাড়িয়ে কিবলামুখি হয়ে খাওয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জমজমের পানি খাওয়া আগে অবশ্যই দোআ পড়তে হবে|পানি পান করার আগে "বিসমিল্লাহ" বলে পান করতে হবে|দোআ না পড়লে গুনাহগার হবেন|কারন প্রত্যেক কাজের শুরু দোআ পড়া উচিত|পানি খাওয়ার নিয়ম বলতে সাধারন পানির মত করেই পান করবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
(১) যমযম পানি পান করার নিয়ম :

১। নিয়ত করবে। অর্থাৎ যে উদ্দেশে যমযম পানি পান করবে তা মনে স্থির করে নিবে।

২। কেবলামুখী হয় পান করবে।

৩। তিন ঢোকে পান করবে।

৪। দাঁড়িয় পান করবে।

৫। প্রত্যেক ঢোক শেষে আল্লাহর প্রশংসা করবে।

৬। বিসমিল্লাহ বলে পান করবে।

৭। ডান হাতে পান করবে।

৮। পরিতৃপ্ত হয়ে পান করবে।

৯। পান করার সময় আল্লাহর কাছে বেশি বেশি দুআ করবে।

(২) হ্যাঁ, যমযমের পানি পান করার সময় দু আ করা যাবে।

http://mawdoo3.com, http://fatwa.islamweb.net

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ