কোন  বেক্তি মারা গেলে তার গোসল কাপন দাপন জিবিতদের বেবস্থা করা কর্তব্য, যেমন তাকে গোসল করানো,তার কবর খুড়া,বাশের বেবস্থা করে খাটকি বানানো,কাপনের কাপড় কিনে কেটে  গোসলের পর পরানো , এবং জানাজা দিয়ে কবরস্থানে দাফন করা , আপনি দুয়ার কথাও বলেছেন,গুসুলের দুয়া আছে, জানাজা পড়ার দোয়া আছে,কবরে রাখার দোয়া আছে,ভাই এগোলো সব এখানে লিখা কষ্ট সাধ্য,আপনি নামাজ শিক্ষা বই কিনে শিক্ষা করে নিবেন,কবরে রাখার দোয়া বিসমিল্লাহি মিল্লাতি রাসূলুল্লাহ , ছোট্ট তাই লিখে দিলাম শিক্ষা করে নিয়েন,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি জামিল মাদরাসার বেলাল হুজুরের লেখা "সুন্নতি দাফন"বইটি পড়ুন।মাত্র 5 টাকা দাম ।আপনি সব বিস্তারিত পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ