শেয়ার করুন বন্ধুর সাথে

কাজুবাদাম, ভেজানো ছোলা খেতে পারেন।

Yakub Ali

Call

**বীর্য ঘন করার প্রাকৃতিক উপায় হল মধু।

প্রতিদিন সকালে ও রাতের বেলা এক চা-চামচ

করে খাবেন।

**প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া কাঁচা

রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘ স্থায়ী হয়।

যারা পড়ন্ত যৌবনে চলে গিয়েছেন, তারা

প্রতিদিন দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি-এ

ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে

খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ

খাওয়া উচিত। এতে ভালো ফল পাবেন।

**সমাধান না পেলে হামদর্দের "লুবুব কবির"

অথবা মাজুন মুমসিক খেতে পারেন হামদর্দ ডাক্তারের পরামর্শে।

পরামর্শ নিতে কোন ফি লাগবেনা