না, যেহেতু রক্ত পরীক্ষায় কোনো সমস্যা ধরা পড়েনি, তাই আপনার এইডস হয়নি।

যদিও সমকামিতা ভয়ঙ্কর অপরাধ এবং ক্ষতিকর বিষয়, তবু এর দ্বারা সাধারণত এইডস হয় না। 

আর পেনিসের গোড়ায় ছোট ছোট বিচি হওয়া স্বাভাবিক। এটা একসময় এমনিতেই কমে যায়। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

তবে সেটা যদি খুব বেশি হয় কিংবা বড় সাইজের গুটি হয়, তাহলে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো হবে। 

আর যেহেতু আপনি না বুঝে এমন বিকৃত মস্তিষ্কের কাজ করেছেন, তাই আশা করছি, বোঝার পর আর কখনোই এমন করবেন না। 

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

পরিক্ষা যেহেতু করেছেন তাহলে নিশ্চিত

থাকুন।

তবে পেনিসে গুটি/বিচি  হয়ে পুঁজ হওয়া

মোটেও ভাল লক্ষন নয়, বিষয় টি ছোট

করে দেখবেন না, ফুসকুড়ি থেকেও পেনিসে

অন্য কোনো সমস্যার উপসর্গ হতে পারে।


যেহেতু সেনসিটিভ অঙ্গ তাই টোটকা কোন

চিকিত্সার কথাও বলা যাবেনা।


একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

Talk Doctor Online in Bissoy App
SINAYEEM

Call

পরিক্ষা করিয়েে থাকলে যদি নেগেটিভ আসে তাহলে এইডস হবে না ৷

Talk Doctor Online in Bissoy App