আমি আমার girlfrind/হবু বউ এর সাথে মাসিক শেষ হবার ২ দিন পর যৌন মিলন করি। আমাদের বিয়ের আর ৫ মাস বকি। তো আমরা যৌন মিলন করি কিন্তু আমার বীর্য পরার আগেই লিঙ্গ বের করে ফেলি। তো বীর্য পরার আগে যে আঠালো জল বের হয় তার ফলে কী বাচ্চা আসতে পারে?
Share with your friends
Yakub Ali

Call

1)মাসিকের পরের দু দিন নিরাপদ


2) আধ ফোটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ

শুক্রকীট থাকে, তাই এই বিষয়ে কোন

ভাবেই নিশ্চিত করা যায় না।


বিঃদঃ মাসিকের দুদিন পরে স্ত্রীর সাথে মিলন

নিরাপদ


Talk Doctor Online in Bissoy App
Arefinrand1

Call

বিবাহের উদ্দেশ্য কি শুধু যৌন মিলম আর বাহ্যিক চাহিদা পূরণ??

ভালোবাসা ও শুধু  এটাকে ঘিরে ৷ যে বিবাহের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য দুজন আপন হবেন একটু চিন্তা করুন সেটার সূচনা কি এরকম অপবিত্র ভাবে হওয়া ভাল??

আপনার সন্তান যদি এ কাজ করে কিভাবে দেখবেেন সেটা!???   

কিছু মনে করবেন না ৷ আর যদি করার নিয়ত থাকে বাদ দিন ৷ একটু চিন্তা করুন আপনার সামান্য সুখের জন্য একটি বাচ্চা জারজ হয়ে পৃথিবীতে আসুক এটা কি উচিত??? 

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

না, সে প্রেগন্যান্ট নয়। তবে বিয়ের আগে এরকম কাজ না করাই ভালো।

Talk Doctor Online in Bissoy App