শেয়ার করুন বন্ধুর সাথে

সিগারেট-জর্দ্দা খাওয়া হারাম : কুরআন-হাদীস থেকে প্রমাণ পাওয়া যায় । ১। সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়": আল্লাহর বাণী- "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫] সবাই জানে কীভাবে সিগারেট একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। ২। সিগারেট-জর্দ্দা নেশাজাতীয় জিনিস : নবী (সা) বলেছেন- " প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩] ৩। কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য : রাসূল (সা) বলেছেন- "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আত্মহত্যা যেমন মহাপাপ, ঠিক সিগারেট খাওয়াটাও একটি পাপ। কারণ সিগারেট আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই দেহের জন্য ক্ষতিকারক জিনিষ ইসলামে হারাম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ