Call

দাড়িয়ে পানি বা যে কোনো খাবার খাওয়া ঠিক না(ঝমঝম কূপের পানি ছাড়া)।এতে করে সগিরা অর্থাৎ ছোট গুনাহ হয়।আর আপনি তার যে হক মেরে খেয়েছেন তাকে বলুন এবং তার ঐ হক ফিরিয়ে দিয়ে তার কাছে ক্ষমা চান সে ক্ষমা করলেই ক্ষমা পাবেন না হলে পাবেন না।

Talk Doctor Online in Bissoy App

দাড়িয়ে পানি পান করা সুন্নতের খেলাফ । তবে ইনশাল্লাহ কোন গুনাহের কথা কোথাও লিখা নেই । তবে বাম হাতে খায় শয়তানে । বাম হতে খাওয়া যাবেনা ।

Talk Doctor Online in Bissoy App
Call

 রাসুল সাল্লাহুআলাহিওসাল্লাম কখনোই দাড়িয়ে কোন খাবার বা পানি পান করতেন না । ছাহাবা রাদিআল্লাহআনহুগন যদি কখনো ভুলে দাড়িয়ে পানি বা দুধ পান করতেন এবং যদি তা তখনি মনে পড়তো তখন উনারা সাথে সাথেই গলায় আংগুল দিয়ে তা উঠিয়ে ফেলতেন। এ থেকেই বোঝা যায় উনারা রাসুল সাল্লাহুআলাহিওসাল্লামের সুন্নাতকে অধিক গুরুত্ত দিতেন। আন্যের হক নিঃসন্দেহে গোনাহর কাজ, তবে সরা সরি যদি হক আদায় করা না গেলে তার নামে ঐ পরিমান সাদকা করলে হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ  

Talk Doctor Online in Bissoy App