‪#‎অালা‬হযরত শাহ অাহমেদ রেজা খান রাহমাতুল্লাহ অালাইহ বর্ণনা করেন যে ব্যক্তি দুনিয়াতে মাত্র ৩ পয়সা পরিমান হক/ কর্জ অাত্মসাৎ করবে, কিয়ামতের দিন তার পরিবর্তে ৭০০ জামাতসহকারে অাদায় করা কবুল নামাজ দিয়ে তার বদলা পরিশোধ করতে হবে!!(ফতোয়ায়ে রজভিয়া খন্ড ২৫ পৃষ্টা ৬৯)
এজন্য আপনি যে কাজ করেছেন সেটি খুবই জগন্য।  তাই আপনি ঐ ব্যাক্তিকে এই কথা গুলো বলে তার কাছে ক্ষমা চান।  তাহলে নিশ্চয় উনি ক্ষমা করবেন। 
Talk Doctor Online in Bissoy App
Call

ভাই আমি যতটুকু জানি মাসয়ালা হলঃ উপরোক্ত ঘটনা তাকে বলল্লে হয়ত আপনাদের সম্পকের অবনতি হতে পারে তাই আপনি যে পরিমান অথ্র নিয়েছিলেন সেই পরিমান অথের উপহার সামগ্রী কিনে তাকে উপহার দিন তাতে করে আপনার হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ

Talk Doctor Online in Bissoy App

ভাই, সহজ এবং সোজা কথা, আপনি তার যে পরিমান টাকা মেরে খেয়েছিলেন, সেই পরিমান টাকা তার কাছে সরাসরি নিয়ে জান এবং তার কাছে ক্ষমা চেয়ে বলুন আপনি ভূল করেছিলেন ,তিনি জেন তাকে মাফ করে আর এই বিষয় টা গোপন রাখে, আপনি তাকে এই বিষয় টা গোপন রাখার অনুরোধ করুন তাহলে কাজ হবে ইন শা আল্লাহ।

Talk Doctor Online in Bissoy App
Habib96

Call

প্রশ্নোক্ত ক্ষেত্রে যে কোন উপায়ে তার টাকা ফেরত দিতে পারবেন এবং টাকাটা তার হস্তগত হলেই আপনি ঋণ মুক্ত হয়ে যাবেন৷

Talk Doctor Online in Bissoy App