আমার সাইনসাইটিস সমস্যা , অনেক ওষুধ খেয়েছি যেমন রাজশাহী মেডিকেল এর নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার এবং বেঙ্গল হোমিও হল থেকে খেয়েছি কিন্তু যখন খাই তার কিছুদিন পর পর্যন্ত ভাল থাকি , কিন্তু কিছু দিনপর আবার সমস্যা হয়। এখন আমার অবস্তা খুব খারাপ, কিন্তু কোন ডাক্তার এর কাছে যাব কিছু বুজছি না । যারা এ বিষয়ে অভিজ্ঞ তাঁদের কাছে মতামত আশা করছি ,আমি নাক কান গলা ইন্সিটিউট এ যাব, না হোমিও মেডিকেল কলেজ এ যাব। আমি সাইনসাইটিস এর দীর্ঘ মেয়াদি সমাধান চাই , এর যদি কোন ভাল ডাক্তার থাকে তাহলে তার নাম ঠিকানা দিলে ভাল হয় ধন্যবাদ।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার সাইনুসাইটিস এর পাশাপাশি ন্যাজাল সেপ্টামের ও সমস্য হতে পারে। আপনার জন্য সুপরামর্শ হচ্ছে ডা.এম.এ. মতিন স্যারের সাথে দেখা করুন।স্যার পপুলার, রাজশাহী তে বসেন,সেখানে দেখা করলে খুব ভাল, তবে টাকার সমস্যা মনে করলে আপনি রাজশাহী মেডিকেল এ ও দেখাতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সমস্যা বেশি মনে করলে ভালো নাক কান গলার ডাক্তার দেখান। অার যদি সমস্যা কম হয় তাহলে Norum 10 খান প্রতিদিন সকালে ১টি করে ৩ মাস এটা বেশি মাথা ব্যাথার জন্য.. অামার ও সাইনোসাইটিস এটা অামার প্রেসক্পিসন থেকে দিলাম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ