Call

একেবারে সিগারেট ছেড়ে দেয়া সম্ভব হয় না । তাই আপনি ধীরে ধীরে এই নেশা ছাড়তে পারেন । একসময় আপনার এই নেশাটি পুরোই ছেড়ে যাবে । আর ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

প্রথম মত আপনে আপনার উপর কন্পিডেন্স স্থাপন করুন যে আপনে যা চাইতেচেন তা আপনে পারবে। এবং আপনার পরিবারের সদ্যসদের কে ভাবুন যে তারা আপনাকে সিগারেট খেতে দেকলে কে কি মন্তব্য করবে এবং আপনার শুনতে কেমন লাগবে।। আর হে আপনে আপনার কাজে সব সময় ব্যাস্ত থাকতে চেষ্টা করুন।। এবং যখন আপনার সিগারেট খেতে ইচ্ছা করে তখন একটা লজেন্স বা অন্য কিছু খান দেখবেন আস্তে আস্তে আপনে সিগারেট থেকে অনেক দূরে চলে যাবেন।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

দুধ , গাজর , সেলারি, ফল বা সবজি যে কোনও একটা খাওয়ার পর ধূমপান করলে মুখের স্বাদ এতটাই তেতো লাগবে যে নিজের ইচ্ছেতেই সিগারেট ছেড়ে দেবেন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত ফল যেমন , কমলা , মুসাম্বি, আমলকি , পেয়ারা ইত্যাদি খেলে নাকি আপনা থেকেই সিগারেট খাওয়ার ইচ্ছে কমে যায়। যখনই সিগারেটের জন্য ছটফট করবেন তখনই নোনতা কিছু খেয়ে নিন। যেমন , টিপস , পাঁপড় বা আচার। হাতের কাছে এসব কিছুই না পেলে একটু নুন জিভে ঠেকিয়ে নিন। আস্তে আস্তে সিগারেট খাওয়ার ইচ্ছেটা কমতে থাকবে। একই ভাবে সিগারেটের তেষ্টা পেলেই ড্রাই ফ্রুট- এর গন্ধ শুঁকে দেখতে পারেন। এতেও নাকি ঘন ঘন সিগারেট খাওয়ার ইচ্ছে কমে। সিগারেটের বদেল সুগার ফ্রি ক্যান্ডি বা চিউইং গামের অভ্যাস করুন। কখনও মুখ খালি রাখবেন না। আপনার অজান্তেই ধূমপানের অভ্যাস আপনাকে ছেড়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Hasankic

Call

আপনি ইলেকট্রিক স্মোকার মেশিন কিনতে পারেন।এগুলো সিগারেটের মতই যেটা কিনা আপনাকে সিগারেট এর নেশা ছাড়তে সাহায্য করবে।তাছাড়া এইটা দেহে কোন ক্ষতি করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ