আমি কি ভাবে মোটা ও সু স্বাস্হ্য অধিকারি হতে পারি।
শেয়ার করুন বন্ধুর সাথে
MdOhid

Call

মোটা এবং সু স্বাথ্যে অধিকারী হতে হলে বেশি করে সবুজ সবজি খেতে হবে। এছাড়া পরিমিত হারে মাংস খেতে হবে। ডিম ফল ইত্যাদি খেতে হবে। প্রতিদিন পাঁচ লিটার করে পান করতে হবে এবং আট ঘুমাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HarryPotter

Call

এজন্য আপনি যা করতে পারেন.. ১. প্রচুর পরিমানে পানি পান করবেন। ২. নিয়মিত শাক সবজি, ফলমূল খাবেন। ৩. খাবারে প্রোটিন এর মাত্রা কিছুটা বাড়িয়ে দিতে পারেন, তবে তা খুব বেশি নয়.. প্রোটিন বলতে ডিম, দুধ, মাংস ইত্যাদি ৪. Junk Food কম খাবেন.. যেমন: কোক, বাহিরের ভাজা পোড়া খাবার... ৫. নিয়মিত ব্যায়াম করবেন। ৬. সময়মত খাওয়া দাওয়া করবেন... ৭. পর্যাপ্ত পরিমান ঘুমাবেন... স্বাস্থ্য ভালো রাখতে হলে এইটা খুবই প্রয়োজনীয়.. একদম রাত জাগা যাবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ