Jamiar

Call

খুদা মন্দা বা খাবারে অরুচিকর লাগলে  বুঝতে হবে আপনার গ্যাস্ট্রিক আলসার এর সমস্যা প্রভাব ফেলছে ।কাজেই প্রথমত আপনি  তেলেভাজা খাবার,বাজারে খোলা খাবার, বাশি খাবার, অস্বাস্থ্যকর পরবেশ খাবার ,গ্যাস্ট্রিক করে এমন খাবার পরিহার করতে হবে সম্পূর্ন ভাবেই খাওয়া বন্ধ করতে হবে। প্রতিদিন সিদ্ধডিম,দুধ,কলা,দেশি মুরগির ডিম, খাবেন। দেশি মুরগির মাংস, দেশি মাছ, দিয়ে ভাত খাবেন খাবারে লেবু রাখবেন, চিকিৎসক এর পরামর্শ নিয়ে pantonix 20mg ৫  দিন সকাল ও রাতে খাবেন খাবার আগে এবং পাশাপাশি চিকিৎসক এর পরামর্শ নিয়ে হেপাটোলিন সিরাপ ক্রয় করুন এটি খিদা মন্দার জন্য খুব ভালো কাজে দিবে। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার খাবারে অরুচির কারন হতে পারে ডিপ্রেশন। তবে ডিপ্রেশন এর ওষুদসমূহ খেলে খাবারে অরুচি হতে পারে। আবার গ্যাসটিক সমস্যা হলেও খাবারে অরুচি খুদামন্দা হতে পারে। আপনি সমস্ত বাহিরের তেলেভাজা খাবারসহ সকল অস্বাস্থ্যকর খাবার পরিহার করুন। প্রতিদিন ডাবের জল আর সিং মাছের ঝোল খাবেন তবে হ্যা ঝোলে থানকুনির পাতা থাকলে ভালো হবে। ওষুধ হিসেবে আপনি ডাক্তার এর পরামর্শে ডমপেরিডন দিনে তিনবেলা খাবারের ২৫ মিনিট আগে খাবেন এবং হামদর্দ ডাক্তার এর পরামর্শে সিরাপ "সিনকারা" এবং "কারমিনা খাবেন"।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ