শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পাঁচ ওয়াক্ত নামাজের আগে পড়তে পারবেন। তবে হাদীসের ভাষ্যানুযায়ী নামাজের নিষিদ্ধ তিনটি সময় ব্যতীত। অজু করার পর অজুর অঙ্গগুলো শুকানোর পূর্বেই দুই রাকাত নামাজ পড়া মোস্তাহাব। ইসলামী পরিভাষায় এই নামাজকে তাহিয়্যাতুল অজু বলে। এ নামাজ যদিও বাধ্যতামূলক নয়, তবে এর অনেক ফযিলত রয়েছে। যেমন, হাদীস শরিফে এসেছে, উকবা ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সাঃ) ইরশাদ করেন, যে মুসলমান সুন্দররুপে অজু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি তার প্রতি নিবদ্ধ রেখে দুই রাকআত নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। (সহিহ মসলিম ২৩৪, আবু দাউদ, ৩০৪)। আর মসজিদে প্রবেশ করার পর যে নামাজ তার নাম তাহিয়্যাতুল মাসজিদ । এটাকে দুখুলুল মাসজিদও বলা হয়। এটাও মুস্তাহাব। হাদীসে এসেছে, রাসুল (সাঃ) ইরশাদ করেছেন, তোমাদের কউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ (তাহিয়্যাতুল মাসজিদ) আদায় করার আগে বসবে না। (সহিহ বুখারীঃ ২৬৪)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ