Call

আল্লাহ ক্ষমাশীল।  আমরা যতই পাপ করি না কেন,  ভালোভাবে ক্ষমা চাইলে আল্লাহ তায়ালা ক্ষমা করে দিবেন।  তবে একবার কোনো পাপের কারনে তওবা করলে ঐ পাপ কাজটি যাতে না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।  তবে তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করতে পারেন। আর এই হস্তমৈথুন থেকে বাঁচার জন্য porn movie গুলো এরিয়ে চলুন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এখন আপনাকে আবার তাওবাতুন নাসুহা বা খাঁটি তওবা করতে হবে। এছাড়া আর কোন উপায় নেই। তওবা একটি আরবি শব্দ যার অর্থ প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোরআন এবং হাদীসে শব্দটি আল্লাহর নিষেধকৃত বিষয়সমূহ ত্যাগ করা ও তার আদেশকৃত বিষয়সমূহর দিকে ফিরে আসা বোঝাতে ব্যবহৃত হয়েছে। ইসলামী ধর্মতত্ত্বে শব্দটি নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া, তার জন্য ক্ষমা প্রার্থনা করা, এবং তা পরিত্যাগের দৃঢ় সংকল্পকে বোঝায়। যেহেতু কোরআনে এবং হাদীসে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার বিষয়টি বারংবার উল্লেখ ও গুরুত্বারোপ করা হয়েছে, সে কারণে ইসলামী ধর্তমত্ত্বে তওবার গুরুত্ব অনেক। তওবা ব্যাতিরেকে কবিরা গুনাহ মাফ হয় না। যে তওবার পর পাপকর্মের পুনরাবৃত্তি হয় না, তাকে বলে তওবাতুন নাসুহা বা খাঁটি তওবা। মানুষ অপরাধ করার পর আল্লাহ তাআলার নিকট তওবা করা ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করাকে তিনি অত্যধিক পছন্দ করেন। আল্লাহ তাআলা তাওবা কবুল করেন এবং তওবার মাধ্যমে বান্দাকে পুত পবিত্র করেন। আল্লাহ বলেন, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তারপর তার কাছে ফিরে যাও। (সূরা হুদ, আয়াতঃ ৩)। আল্লাহ আরো বলেন, হে ঈমাদারগণ! তোমরা আল্লাহর নিকট খালেস তাওবা কর নিশ্চয় তোমরা কামিয়াব হবে। (সূরা আন নূরঃ ৩১)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ