Rubidium

Call

আপনার প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য হয়েছে।যার কারণে রক্ত গিয়েছে।রক্ত যদি লাল হয় তাহলে বুঝতে হবে রক্ত মলদ্বার থেকে এসেছে।আর যদি কালো হয় তাহলে বুঝতে হবে কোলন বা আরও ভিতর থেকে এসেছে।কারণ রক্ত এতোদূর থেকে আসতে আসতে কালো হয়ে যায়।তাছাড়া এইরকম রক্ত পড়া কিন্তু পাইলস বা ফিস্টুলার লক্ষণ।আপনি প্রতিদিন সকালে ও রাতে হালকা গরম পানির সাথে ইসবগুলের ভূষি খান।পারলে খেতে থাকুন।প্রতিদিন দুধ,আপেল ও কলা খান।প্রতিদিন শাক খান প্রচুর।বিশেষ করে লালশাক ও পুইশাক।তাছাড়া প্রতিদিন সকালে একশ গ্রামের মতো কাঁচা ছোলাবুট খান।এতে থাকে ডায়াটারী ফাইবার বা আঁশ।যা মলকে করে নরম।তাছাড়া পায়খানা করার সময় বেশি চাপ দিয়েননা।প্রতিদিন পনের গ্লাস পানি খাবেন।দেখেন কি হয়।পায়খান হতে না চাইলে গ্লিসারিন সাবোজিটার দিয়ে দেখতে পারেন।এতে পায়খানা নরম হতে শুরু করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

ইহা আপনার কোষ্ঠকাঠিন্য এর জন্য হচ্ছে আপনি

  • tab.pantonix 1+0+1 খাবার আগে।
  • tab.Duralax 0.5 mg খাবার পর
উক্ত ঔষধ গুলো ৩ দিন খাবেন তাহলেই উপকার পাবেন ২ দিন খাওয়ার পর উপকার পেলে আর খাবেন না। আপনি তেলেভাজা খাবার,বাজারে খোলা খাবার, বাশি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ এর খাবার ,গ্যাস্ট্রিক করে এমন খাবার পরিহার করতে হবে সম্পূর্ন ভাবেই খাওয়া বন্ধ করতে হবে। প্রতিদিন কলা,দেশি মুরগির ডিম, খাবেন। দেশি মুরগির মাংস, দেশি মাছ, দিয়ে ভাত খাবেন।চিকিৎসক এর পরামর্শ নিয়ে উক্ত ঔষধ গুলো খান।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ