Ronu

Call

ভালোবাসা একটি আঠালো স্টিকারের মতো। হয়ত স্টিকার টি তুলে নেয়া যায় কিন্তু এর আঠালো ভাব থেকেই যাই। বিশ্বের প্রায় সবকিছুই ভালো খারাপ নিয়ে মিশ্রিত। এমন কোন জিনিসই নেই যেখানে শুধু উপকারিতা আছে কোন অপকারিতা নেই। বিভিন্ন হেলথ ম্যাগাজিন বা বইয়ে লেখা থাকে বাইরের খাবার junk food না খাওয়ার জন্যে কিন্তু প্রায় সবাই তা উপেক্ষা করে খাবার খায় এর অপকারিতা জেনেও। কারণ সে খাবারের প্রতি আকৃষ্ট। 

যখন আমাদের কোন জিনিস ভালো লাগে তখন আমরা এর অপকারিতা ভুলে যাই। প্রেম ভালোবাসাও কিছুটা এরকম। এর অপকারিতা নিশ্চিত প্রায় জেনেও প্রায় অনেকেই রিলেশনে জড়িয়ে পড়ে। আসুন জেনে নেই মানুষ কেন অন্য কাউকে ভালোবাসে (ভালোবাসার অনেক কারণ রয়েছে যেগুলো ব্যাখা করা সম্ভব নয়) 

  • বর্তমানে ভালোবাসার প্রথম term হলো ভালোলাগা। মানুষকে দুইভাবে ভালো লাগতে পারে। যেমনঃ (১) কারো স্মার্টনেস ও দৈহিক সৌন্দর্য, (২) আচার-আচরণ। প্রথমটিই বেশি দেখা যায়। ২য় টি বর্তমানে বিলুপ্ত প্রায়। 
  • কারুর মনোভাব দেখেও ভালোলাগতে পারে। এক্ষেত্রে introvert ছেলের ভালো। কারণ introvert ছেলেরদের কিছু গুণ আছে যেগুলো divergent, ambivert, extrovert দের মধ্যে খুঁজেও পাওয়া যায় না। 
  • কেউ কেউ আবার time pass করার জন্যে ভালোবেসে থাকে। এদের ব্রেক আপের মধ্যে কোন কষ্ট, অনুভূতি। তাদের ভালোবাসায় একে অপরের প্রতি feelings নেই। এগুলো বেশির ভাগ student এর মধ্যে দেখতে পাওয়া। যায়। 
ভালোবাসার মধ্যে দূঃখ ও কষ্ট দুটোই আছে। জীবনে যদি succeed হতে চান তাহলে কিছু obstacles পার করতেই হবে। প্রেমেও এরকম। যাকে ভালোবাসেন তাকে হারালে মন খারাপ হতে পারে কষ্ট লাগতেই পারে। এগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে। 
অপকারিতা জেনেও মানুষ কেন ভালোবাসে এগুলো ব্যাক্তিভেদে আলাদা। কারুর কাছে এরকম অন্যের কাছে অন্যরকম। তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। 'যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না।' - রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। ভালোবাসায় কষ্ট ও সুখ দুটোই মিশ্রিত। 


(প্রশ্নটির উত্তর প্রদান করা খুবই জটিল। উত্তর ব্যাক্তিভেদে একেবারেই আলাদা। এধরনের প্রশ্নের সমাধান কোন দিনই খুঁজে বের করতে পারবেন না।) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ