শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ফরেক্স ব্যবসা করা ইসলামের দৃষ্টিতে বৈধ তবে কিছু শর্ত আছে। ফরেক্স ব্যবসা হলো বিভিন্ন দেশের মূদ্রা বেচাকেনার ব্যবসা। বিভিন্ন দেশের মুদ্রার মূল্যের মধ্যে প্রতিনিয়ত কমবেশী হয়। তাই লভ্যাংশের ভিত্তিতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার সাথে বিনিময় করা জায়েয। তবে এটি নগদে হতে হবে (শায়খ বিন বায মাজমূ ফাতাওয়াঃ ১৯/১৭১-১৭৪)। রাসূলুল্লাহ (সাঃ) বলেন, সোনার বদলে সোনা, চাঁদির বদলে চাঁদি, গমের বদলে গম, লেনদেন 'কম-বেশী না করে' একই রকম সমপরিমাণ ও নগদে হতে হবে। যখন ঐ বস্ত্তগুলির মধ্যে ভিন্নতা থাকবে তখন নগদে তোমরা ইচ্ছানুযায়ী ক্রয়-বিক্রয় কর। (মুসলিম, মিশকাত হাদিসঃ ২৮০৮ সুদের বর্ণনা অনুচ্ছেদ)। তবে খেয়াল রাখতে হবে, যেন উক্ত ব্যবসার জন্য খোলা একাউন্টে কোন সূদের মিশ্রণ না থাকে। আর যদি এতে কোন প্রতারণা থেকে থাকে, তবে এ থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, যে আমাদের সাথে প্রতারণা করবে সে আমাদের দলভুক্ত নয় (মুসলিম, মিশকাত হাদিসঃ ২৮৬০)। আর অস্পষ্টতা থাকলে তাও বাতিল। রাসূল (সাঃ) বলেন, তুমি সন্দেহযুক্ত বিষয় থেকে নিঃসন্দেহের দিকে ধাবিত হও। (তিরমিযী, মিশকাত হাদিসঃ ২৭৭৩)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ