আমি যদি কাউকে মুখে অাল্লাহ কসম উচ্চারণ না করে যদি কাগজে বা কোথাও লেখে অথবা মেসেজ এর মাধ্যমে আল্লাহ কসম কাটি। তাহলে কি আমাকে কাফফারা দিতে হবে.??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কেউ যদি মুখে আল্লাহর কসম উচ্চারণ না করে যদি কাগজে বা কোথাও লিখে অথবা মেসেজ এর মাধ্যমে আল্লাহর কসম কাটে এক্ষেত্রে কাফফারা দিতে হবে না।

কসমের ক্ষেত্রে মনের নিয়তের বিবেচনা করা হয় না বরং মুখে উচ্চারিত শব্দের বিবেচনা করা হয়।

কেননা হাদিসে এসেছে, আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে পর্যন্ত আমার উন্মত কোন মনের কথা প্রকাশ না করে অথবা সে অনুযায়ী কাজ না করে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তা উপেক্ষা করেন (ক্ষমা করেন)।

(সূনান আত তিরমিজী, হাদিস নম্বরঃ ১১৮৩ ইবনে মাজাহঃ ২০৪০, হাদিসের মানঃ সহিহ)।

সুতরাং মুখে উচ্চারণ না করে শুধু চিন্তা বা কাগজে, মেসেজ এর মাধ্যমে কোথাও লিখলে এক্ষেত্রে কাফফারা দিতে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ