Call

পিতা মাতার দুআ আল্লাহ কবুল করেন এটা তার ওয়াদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দুআ আল্লাহ কখনও প্রত্যাখ্যান করেন না, ছেলে মেয়েদের জন্য তার পিতামাতার দুআ, রোজাদারের দুআ এবং মুসাফিরের দুআ। [বায়হাকী, তিরমিযী, হাদীসটি সহীহ সূত্রে বর্ণিত] পিতামাতা যদি রাগের মাথায় কোন দুআ করে ফেলে এটা কবুল হবে। অন্যথায় কেউ যদি ভুল করে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি চেয়ে ফেলে, এসব দুআ আল্লাহ কবুল করবেন না। আল্লাহর বাণীঃ এ ব্যাপারে তোমাদের ত্রুটি-বিচ্যুতি হলে তোমাদের কোন গুনাহ নেই। [সূরাহ আহযাবঃ ৩৩/৫] আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে, অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। [সূরা আন-নিসাঃ ৪:১১০] ইসলাম ধর্মে দুআ একটি স্বতন্ত্র ইবাদত। দোয়া মানে প্রার্থনা। মহান আল্লাহ তায়ালার কাছে কিছু চাওয়া, ফরিয়াদ করা, ভুলের জন্য ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে মানুষ যত চাইবে আল্লাহ তত দেবেন। আল্লাহ চান বান্দা প্রতিটি বিষয়ে তার কাছে প্রার্থনা করুক। বান্দা যত চায় আল্লাহ তাতে তত খুশি হন। আর বান্দা প্রতিনিয়তই ভুল করে থাকে, তাই ভুলে থেকে ক্ষমা লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে দুআ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ