আমার স্ত্রীর  আগের মাসে 7 তারিখ পিরিয়ড হয় l সেই মাসেই 27 তারিখে সেক্স এর পর পিল খাওয়ানো হয় l এই  মাসে অর্থাৎ পিল খাবার পরের মাসে পিরিয়ড এর ডেট পার হয়ে যায় কিন্তু পিরিয়ড না হওয়ায় এর 14 দিন পর প্রেগনেন্সি টেস্ট করে জানি যে প্রেগনেন্ট না l এই মাসে পিরিয়ড হয় নিl এটা কি স্বাভাবিক ? আর স্বাভাবিক হলে কত দিন পর পিরিয়ড হতে পারে ??
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনার কথা অনুযায়ী প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নেই অপেক্ষা করুন মাসিক হবে।ইমার্জেন্সি পিলের কারনে এমন হচ্ছে। প্লিজ আপনি অপেক্ষা করুন  । মাসিক  ক্লিয়ার না হওয়া আগ পর্যন্ত কোন ইমার্জেন্সি পিল বা অন্যান্য পিল সেবন করাবেন না, জাস্ট অপেক্ষা করুন মাসিক হবে। আগামী ৮/৯ দিনের মধ্যেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ