গত কয়েকদিন ধরে একা বসে বসে অনেক অনেক করে আল্লাহকে বলছি আল্লাহ আপনার কোনো অলৌকিক একটা ছোটো একটা নিদর্শন দেখান,তাহলে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ব,কুরআন পড়ব,নফল এবাদত করব,নারীদের তাকানো থেকে বিরত থাকব,গান বাজনা ছেড়ে দিব,যাদের হক নষ্ট করছি আদায় করে দিবো,ইসলামের দাওয়াত দেবো। অনেক অনেক বলছি বলতে বলতে এখন বুকেও ব্যাথা হচ্ছে তবে লাভ হচ্ছে না এখন নামাজ একদমই পড়তে পারছি না আগে পড়তাম এখন একদমই পারছি না,মনে হচ্ছে আল্লাহ আমাকে মাফ করেন নি তাই দোয়া কবুল হয় না।খুব খারাপ লাগছে। এখন মনে মনে ওয়াসওয়াসা আসছে আল্লাহ আমাকে জাহান্নামে এমনিতেই দিবে,আমি অনেক গুনাহ করছি মাফ করা হবে না কারণ আমার দোয়া কবুল হয় না ইত্যাদী ইত্যাদী।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মানুষকে কখনো কখনো গাফলতি পেয়ে বসে তখন তার ঈমান দুর্বল হয়ে যায়। এর প্রতিকার হচ্ছে অধিক পরিমাণে ইসতিগফার করা, সর্বদা আল্লাহর যিকির করা, বুঝে বুঝে ও স্থিরমনে কুরআন তেলাওয়াত করা, কুরআন অনুযায়ী আমল করা। এর মাধ্যমে অন্তরের গাফলতি দূর করা যাবে, অন্তরকে সজাগ রাখা যাবে। সুতরাং অধিক হারে নেকির কাজ করুন। ঈমানী দুর্বলতার অনেকগুলো কারণ আছেঃ এক: আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে অজ্ঞতা ঈমানের কমতি অবধারিত করে দেয়। কারণ যে মানুষ আল্লাহর নাম ও গুণাবলি জানে না তার ঈমানে ঘাটতি থাকে। দুই: আল্লাহর কাউনি (চিরায়ত) ও শরয়ি নিদর্শন নিয়ে চিন্তা-ভাবনা না করা। এর ফলে ঈমানের কমতি ঘটে। নিদেনপক্ষে এর ফলে ঈমানে জড়তা আসে, ঈমান বৃদ্ধি পায় না। তিন: গুনাহতে লিপ্ত হওয়া। কারণ মানুষের অন্তর ও ঈমানের উপর গুনাহর অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লাম বলেছেন: কোন যিনাকারী যখন যিনা করে তখন তার ঈমান থাকে না। (সহিহ বুখারি ২৪৭৫ ও সহিহ মুসলিমঃ ৫৭) চার: আল্লাহর আনুগত্য ত্যাগ করা। কারণ আল্লাহর আনুগত্য ত্যাগ ঈমানে কমতির কারণ। তাই আল্লাহ তায়ালার হুকুম মেনে বেশি পরিমাণে কুরআন তেলাওয়াত করুন। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরে যা কিছুর উদ্ভব ঘটে সেগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন: আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা নিরাময়কারী এবং মুমিনের জন্য রহমত। (সূরা ইসরা, আয়াত: ৮২) নামাজ পড়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন যে, হে আল্লাহ! আপনি ঈমানকে আমাদের নিকট প্রিয় করে দিন এবং ঈমানকে আমাদের অন্তরে সুশোভিত করে দিন। কুফর, পাপাচার ও আপনার অবাধ্যতাকে আমাদের নিকট অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ