HMMOBAROKBD

Call

আপনি ঈমানহারা হবেন না!তবে এটার জন্য আপনি গোনাহগার হবেন এবং আপনার কৃত ইবাদত নষ্ট হবে।      

ইবাদত কবুলের মালিক একমাত্র আল্লাহ!

তবে আমরা রাসুল সাঃ এর হাদিস থেকে যা জানতে পারি তা হলো-

দোয়া কবুল হওয়ার জন্য কাপড়-চোপড়, খাওয়া-দাওয়া, ব্যবসা-বাণিজ্য সব কিছু হালাল হতে হবে। হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'যদি কোনো ব্যক্তি ১০ টাকা দিয়ে একটা কাপড় কেনে, তার মধ্যে একটি টাকা হারাম হয়, তাহলে যতদিন সে তা ব্যবহার করবে, ততদিন আল্লাহতায়ালা তার নামাজ কবুল করবেন না।’ –মিশকাত

১০ টাকার এক টাকা হারাম হলে যদি নামাজ কবুল না হয়, তাহলে সব টাকা হারাম হলে কি অবস্থা হবে! নামাজ কবুল হবে কীভাবে? দোয়া কীভাবে কবুল হবে? হজরত রাসূলুল্লাহ (সা.) অন্যত্র আরও বলেছেন, 'যে শরীর হারাম খাদ্য দ্বারা লালন-পালন করা হয়েছে, সে শরীর জান্নাতে প্রবেশ করবে না।' –মিশকাত

সুতরাং -আপনি যদি হারাম উপায়ে অর্জিত টাকায় খাদ্য-সামগ্রী/ব্যাবহারীত বস্তু সামগ্রী ক্রয় করে বিক্রি করেন তবে আপনার দোয়া ও ইবাদাত কবুল হবেনা!!

হ্যা!যদি আপনি এই নির্দিষ্ট গোনাহ(মোবাইল) এর ব্যাপারে তাওবাহ করেন এবং পরবর্তী এমন কাজ থেকে বিরত থাকেন তবে আপনার নামাজও অন্যান্য ইবাদত কবুল হবে!

(আল্লাহ'ই সর্বোত্তম ফয়সালকারী!)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ