শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ঈমান শব্দের আভিধানিক অর্থ দৃঢ় বিশ্বাস বা আন্তরিক বিশ্বাস। ইসলাম ধর্মে ঈমানের অর্থ অত্যন্ত ব্যাপক। ঈমানের ছয়টি স্তম্ভ হচ্ছেঃ

  1. একক ইলাহ হিসেবে আল্লাহকে বিশ্বাস করা।
  2. আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা।
  3. সমস্ত আসমানী কিতাব সমূহতে বিশ্বাস করা।
  4. সকল নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস করা।
  5. তাক্বদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা।
  6. আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস করা।
আর ইসলাম একটি একেশ্বরবাদী এবং ইব্রাহিমীয় ধর্মবিশ্বাস, যার মূল শিক্ষা হলঃ এক আল্লাহ ছাড়া আর কোনো মা’বুদ নেই এবং হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত নবী ও রাসূল।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Meeon1

Call

ইমান এবং ইসলাম বিষয়টি হলো মানুষ ও কিডনি / হৃদপিন্ড ( মানুষের ভেতরের যেকোনো অংগ) এর মত। ইসলাম হল একটি ধর্ম যার অর্থ শান্তি। আর ইমান হল সেই ইসলামের অংগ। একজন মানুষকে খাটি ও পূর্ণ ইসলামের আওতায় থাকতে হলে তাকে অনেক কিছু মানতে ও করতে হবে। ইমান তার মধ্যে একটি। ইমান না থাকলে পরিপূর্ণ ইসলামের আওতায় আসা যায়না। তাই ইমান থাকা অত্যান্ত জরুরি। তবে বিষয়টি এই যে ইমান ইসলামের কয়েকটি বিষয়ের মধ্যে একটি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামি পরিভাষায় , শরিয়তের যাবতীয় বিধি-বিধান , আস্থা স্থাপন , স্বীকৃতি দেওয়া , নির্ভর করা , মেনে নেওয়া ইত্যাদি । ‡ইমান হচ্ছে- "আল্লাহ , তাঁর ফেরেশতাকুল , কিতাবসমূহ , রাসুলগণ , পরকাল এবং ভাগ্যের ভালো-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা ।" (মুসলিম) আর অন্যদিকে শরিয়তের পরিভাষায় , আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা , বিনা দ্বিধায় তাঁর যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (সা)-এর দেখানো পথ অনুসারে জীবণযাপন করাকে ইসলাম বলে । মহানবি (সা) বলেন-- "ইসলাম হলো--তুমি এ কথার সাক্ষ্য দেবে যে , আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই । আর মুহাম্মদ (সা) আল্লাহর রাসুল , সালাত আদায় করবে , যাকাত প্রদান করবে , রমযানের রোযা পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ আদায় করবে ।" (বুখারি ও মুসলিম) ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠতা রয়েছে এবং এদের সম্পর্ক অবিচ্ছেদ্য ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইমান ও ইসলামের পার্থক্য ঃইমান-ইমান অর্থ বিশ্বাস। অর্থাৎ আল্লাহ তায়ালা কে একক সওা ও হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসুল  একথা মনে প্রাণে বিশ্বাস করাই ইমান। অপরদিকে,   ইসলাম - ইসলাম অর্থ আত্মসমর্পন করা। অর্থাৎ আল্লাহ তায়ালার সকল আদেশ নিষেধ মেনে নিয়ে তার নিকট আত্মসমর্পণ করাই ইসলাম। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ