Call

হ্যাঁ আপনি লম্বা হতে পারবেন।  তার জন্য বেশি বেশি পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ক্যাফেইন যুক্ত খাবার যেমন- চা,কফি,কোমল পানিয় ইত্যাদি সেবন করা থেকে বিরত থাকুন। ব্যায়াম করুন। পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন রাতে ৭-৮  ঘন্টা ঘুমাবেন।  প্রতিদিন সাঁতার বা দৌড় দেওয়া ব্যায়াম করবেন।  ধুম পান পরিহার করবেন যদি করে থাকেন।  সব সময় সোজা হয়ে দাঁড়াবেন।  আশাকরি লম্বা হয়ে যাবেন,  প্রধানত মানুষ ২৪/২৫ বছর পর্যন্ত বৃদ্ধি পায়। সেই হিসাবে নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার দাবার খেলে লম্বা হতে পারবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ