Waruf

Call

একদম সহজ ভাবে বলতে গেলে বহুব্রীহি সমাস হচ্ছে যে সমাসের অর্থ পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ প্রধান না বুঝিয়ে অন্য কিছুকে প্রধান অর্থ নির্দেশ করে, তাকেই বহুব্রীহি সমাস বলে। যেমনঃ বহুব্রীহি নিজেই বহুব্রীহি সমাস। কারনঃ বহুব্রীহি তে বহু মানে অনেক আর ব্রীহি অর্থ ধান। তাহলে বহুব্রীহি এর আক্ষরিক অর্থ অনেক ধান কিন্তু এই অর্থকে প্রাধান্য দেয়া হয়না। বহুব্রীহি তাকেই বলে যার(যে ব্যক্তির) অনেক ধান আছে। এখানে খেয়াল করুন  বহুকে নির্দেশ করা হয়নি, আবার ধানকেও নির্দেশ করা হয়নি। নির্দেশ করা হয়েছে অন্য কাউকে যার মেলা ধান আছে। এমনি অন্য কাউকে প্রধান বোঝালে বহুব্রীহি সমাস হয়।  দশানন= দশ আনন(মাথা) কিন্তু আসলে ব্যসবাক্য তৃতীয় কিছু যেমন দশ আনন আছে যার। এভাবে তৃতীয় কোন কিছুকে বোঝালেই বহুব্রীহি সমাস হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ