Call

আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে আপতিত হয় তখন তাকে আলোর প্রতিসরণ বলে।আর আলো হালকা স্বচ্ছ মাধ্যম থেকে ঘন স্বচ্ছ মাধ্যমে আপতিত হলে প্রতিসরণের সময় তা অভিলম্ব থেকে দূরে সরে যায়।ওহ! তার আগে বলে নিই অভিলম্ব কি?অভিলম্ব হলো একটি সরলরেখা যা কোনো বস্তুর উপর লম্বভাবে থাকে।এটাকে কল্পনা করা হয় দেখা যায় না। আর যখন ঘন মধ্যম থেকে হালকা মধ্যমে আপতিত হয় তখন তা অভিলম্বের কাছে প্রতিসরিত হয়।আলো যখন এমন ভাবে আপতিত হয় যেন এর প্রতাসরণ কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে সংকোট কোণ বলে।আর যখন সংকোট কোণের বড় কোণে আলো আপতিত হয় তখন আলোর প্রতাসরণ না ঘটে প্রতিফলন হয় তখন তাকে পূর্ণ অভ্যন্তরিন প্রতিফলন বলে।এক্ষেত্র ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়ই এটি হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ