আমি যখন হাটা-চলা করি,তখন আমার ডান পা একটু বড় লাগে বাম পায়ের তুলনায়।আগে এরকম ছিল না,একবছর থেকে এই সমস্যা ফেস করছি।আমি যখন পায়ের জন্য কিছু স্ট্রেচিং ব্যায়াম করি,তারপর হাটা-চলা করি তখন ১০ সেকেন্ড মতো পা দুটো সমান লাগে।পরে আবার সেই আগের মতো পা ছোট বড় লাগে।আর আমার ডান পা যদি উঠা নামা-করি তাহলে হাটুতে কট কট শব্দ আসে।বাম পায়ে আসে না।বাম পায়ের তুলনায় ডান পা একটু বেশি বেঁকে রয়েছে।এখন কি করব?
শেয়ার করুন বন্ধুর সাথে
Saiyankhan

Call

যদি এমন মনে হয় অথোপেডিক ডাক্তারে সাথে যোগাযোগ করুন 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ