তাসনিমমাহফুজ

তাসনিমমাহফুজ

তাসনিমমাহফুজ

  • Not Specified | |
প্রশ্ন-উত্তর সমূহ 5.44k বার দেখা হয়েছে | এই মাসে 5.44k বার
4 টি প্রশ্ন দেখা হয়েছে 3.59k বার
2 টি উত্তর দেখা হয়েছে 1.85k বার
0 টি ব্লগ | 0 টি মন্তব্য | 0 টি প্রিয়

Recent Q&A

আমি প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করি।যেমনঃপুশআপ,সিটআপ,পুলআপ এবং কিছু স্ট্রেচিং ব্যায়াম করি।এতে আমার লম্বা হওয়ার চান্স কতটুকু?

আমার বয়স ১৭।ব্যায়াম করার পর কাচা ছোলা,একটা করে আপেল,কমলা ও কলা খায়।আর সকাল ও রাতের বেলায় "নিউ লাইফ হারবাল মেডিকেল" থেকে সংগ্রহ করা লম্বা হওয়ার পাউডার বা ঔষুধ খাচ্ছি।এখন এতে আমার লম্বা হওয়ার হার কতটুকু।আমার বাবা-মার উচ্চতা ৫ফুট।আমার এখন ৫ফুট উচ্চতা।আমি জানি যে লম্বা হওয়া ৮০% বাবা-মার ওপর ভিত্তি করে হয়।তবে ২০% তো নিজের কাছেই থাকে।আমি এই ২০% কে কাজে লাগাতে চাই! 0 likes | 3039 views

বাংলা অনুবাদ করুনঃSorry, something went wrong. We are working on it and we'll get it fixed as soon as we can. " Back to Home?

0 likes | 2766 views

আমার জন্য ভালো মানের-ফেসওয়াশ,ক্রীম,জেল,স্প্রে,টুথপেস্ট,টুথব্রাশ,শ্যাম্পু,সাবান সাজেস্ট করুন?

আমি একজন ছেলে।আমার জন্য একটা ভালো মানের ফেসওয়াশ সাজেস্ট করুন।আমার মুখ অয়েলি।আর মুখ সাদা ও উজ্জল করার জন্য একটা ভালো মানের ক্রীম সাজেস্ট করুন এবং চুল কালার করার জন্য একটা স্প্রে এর নাম বলুন।চুল যেন বাদামি,লাল ইত্যাদি কালারের কয়েকটি হেয়ার স্প্রে এর নাম বলেন।কোথাও ঘুরতে গেলে চুল যেন তাড়াতাড়ি সেট করা যায় বা খাড়া করা যায় এমন একটা জেলের নাম বলেন,দীর্ঘ সময় ধরে যেন চুল খাড়া হয়ে থাকে।আর প্রশ্নে উল্লেখিত সাবান,টুথব্রাশ ইত্যাদি সাজেস্ট করুন প্লিজ? 0 likes | 1724 views

আমার ডান পা,বাম পায়ের তুলনায় একটু বড়।(বিস্তারিত ভিতরে)?

আমি যখন হাটা-চলা করি,তখন আমার ডান পা একটু বড় লাগে বাম পায়ের তুলনায়।আগে এরকম ছিল না,একবছর থেকে এই সমস্যা ফেস করছি।আমি যখন পায়ের জন্য কিছু স্ট্রেচিং ব্যায়াম করি,তারপর হাটা-চলা করি তখন ১০ সেকেন্ড মতো পা দুটো সমান লাগে।পরে আবার সেই আগের মতো পা ছোট বড় লাগে।আর আমার ডান পা যদি উঠা নামা-করি তাহলে হাটুতে কট কট শব্দ আসে।বাম পায়ে আসে না।বাম পায়ের তুলনায় ডান পা একটু বেশি বেঁকে রয়েছে।এখন কি করব? 0 likes | 2821 views

আমার দাঁত নিয়ে অনেক টেনশনে আছি কি করব(বিস্তারিত ভেতরে)?

আমার প্রায় দেড় মাস আগে দাঁতের মাড়িতে সমস্যা হয়েছিল।মাড়ি লাল হয়ে গিয়েছিল।কিছু খেতে পারতাম না।তখন দাঁত অল্প নড়তো।তারপর চিকিৎসকের পরামর্শে দাঁত ও মাড়ি ওয়াশ করাই।তারপর আর কোন সমস্যা হয় নি।কিন্তু ওয়াশ করার পরও আমার দাঁতগুলো নড়ে।সব দাঁত অল্প করে নড়ে।কিন্তু কয়েকদিন থেকে লক্ষ্য করছি।আমার সব দাঁতগুলো মনে হচ্ছে আগের তুলনায় একটু বেশি নড়ছে।হাত নিয় একটু টানাটানি করলে বুঝতে পারছি।আর মনে হচ্ছে আমার দাঁতগুলো ক্ষয় হচ্ছে।আগে দাঁতগুলো লম্বা ছিল এখন ছোট হয়ে যাচ্ছে।এখন কি করব বলেন প্লিজ? 0 likes | 2488 views

বিশেষ করে You Tube এ ভিডিও দেখব,তাই Symphony E58 নাকি Symphony Xplorer E50 কিনব?

0 likes | 2586 views