মেসে ৪ জন থাকি। এখন মেসে একেকজন একেক মাস্টার। সবাই সবার উপর কর্তৃত্ব ফলাতে চায়। সাথে এক ভাই আছে, বড় ভাই নাকি সবার। যাই হোক। মেসে বর্তমানে ছোটখাটো ঝামেলা লেগেই আছে। যদিও কে কোন সপ্তাহে কি কি করবে সবই রুটিন করে রেখেছি। তারপরও একজন যদি কোনো কারনে বাসায় না আসে তার কাজ কে করে দিবে এই নিয়ে মন কালাকালি হয়। বড় ভাই শুধু দোষ ধরে। ভাই এইটা কি করলা, ওইটা কি করলা, এইটা অমন হলো কেন এইসব। অথচ নিজের বেলায় কেউ কিছু বলতে পারে না। মুখে জিতে যায়। আজকে সকালে আমার চাল ধুয়ে দেয়ার দায়িত্ব ছিল। আজ সকালে আমার আর্জেন্ট কাজ থাকায় তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাই। রাতে চাল আমি ধুয়ে চুলায় তুলে দিলাম। বড় ভাই বলে এখন ভাত রান্না করব নাকি আমি! আমি যখন বোঝাতে গেলাম যে আজকে আমার দায়িত্ব কি! বড় ভাই বলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শেখনি? আমি যদি এখন তোমাকে মারি তুমি আমাকে কি করবা? মারব? মারব এখন? আমি চুপ করে থাকি। সাথে ভিতরে ভিতরে প্রচন্ড রাগ! হাতে কলম ধরেছিলাম। দেখি কাঁপছে হাতসহ!
শেয়ার করুন বন্ধুর সাথে