মোটা গলার স্বর চিকন করা যাবে কি..??
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

চিকন গলার স্বর খুব সহজেই মোটা করা যায়, কিন্তু মোটা গলার স্বর চিকন করতে হলে অনেক কষ্ট করতে হয়, এর জন্য চাই অনেক সাধনা। আপনি নিয়মিত চর্চা করলেই মোটা কণ্ঠের আওয়াজ চিকন করতে পারবেন। আর এটা করা খুব একটা সহজ হবে না। আপনি লক্ষ্য করে দেখবেনঃ যারা মোটা গলায় গান গায়, তাদের কণ্ঠের মধ্যে সামান্য পরিমাণ হলেও চিকন আওয়াজের ভাবটা থাকে। কেন তাদের কণ্ঠে চিকন ভাবটা থাকে, জানেন? তারা নিয়মিত চর্চা করে। কেবলমাত্র চর্চার মাধ্যমেই এমনটা করা সম্ভব৷ প্রকৃতপক্ষে, মোটা কন্ঠ চিকন না হলেও কণ্ঠের আওয়াজকে পাতলা রাখা যায়৷ আর পাতলা কণ্ঠও প্রায় চিকন কণ্ঠের মতোই শোনায়। এর জন্য মুখে সবসময় লবঙ্গ রাখতে হবে এবং মাঝে মধ্যে রেয়ারসেল দেওয়ার চেষ্টা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ