Call

একজন মুসলিম হবেন আসহাবুল মাইমানাহ বা ডান দিকের অধিবাসী (সুরা ওয়াকিয়াহঃ ৫৬:৮)।


(১) (فَأَصْحٰبُ الْمَيْمَنَةِ)

অর্থাৎ এরা সাধারণ মুমিন, যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে। এজন্য এদেরকে আসহাবুল ইয়ামিন বা ডানপন্থী বলা হয়।


যেমন আল্লাহ তা‘আলা বলেন :


(وَأَصْحٰبُ الْيَمِيْنِ مَآ أَصْحٰبُ الْيَمِيْنِ ط ‏ فِيْ سِدْرٍ مَّخْضُوْدٍ)‏


“আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল! (তারা থাকবে এক উদ্যানে,) সেখানে আছে কাঁটাবিহীন বরই গাছ।” (সূরা ওয়াকিআহঃ ৫৬ : ২৭-২৮)।


(২) (وَأَصْحٰبُ الْمَشْئَمَةِ)


এরা হলো কাফির শ্রেণি যারা আল্লাহ তা‘আলা, রাসূল ও পরকালে বিশ্বাস রাখত না। এদের আমলনামা বাম হাতে দেয়া হবে। এ জন্য এদেরকে বামপন্থীও বলা হয়।


আল্লাহ তা‘আলা বলেন :


(وَأَصْحٰبُ الشِّمَالِ مَآ أَصْحٰبُ الشِّمَالِ‏ فِيْ سَمُوْمٍ وَّحَمِيْمٍ)


“আর বাম দিকের দল, কত হতভাগা বাম দিকের দল! তারা থাকবে উত্তপ্ত বাতাস ও উত্তপ্ত পানিতে।” (আল ওয়াকিআহঃ ৫৬ : ৪১-৪২)।

এদের আমলনামা পিছন দিক থেকেও দেয়া হবে।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ