Call

শুধু স্যামসাং না যে কোন স্মার্ট ফোন এর অফিসিয়াল এবং আনঅফিসিয়াল বেশ কিছু পার্থক্য আছে পার্থক্যটা হলো আপনি যেকোন আনঅফিসিয়াল ফোন অফিশিয়াল ফোন গুলো থেকে কিছুটা কম দামে পাবেন যার কারণ হলো আনঅফিসিয়াল ফোন গুলো সরকারি ভ্যাট না দিয়ে দেশে আসে যার কারণে খরচ কম পড়ে এবং সেগুলো দোকানদাররা কম দামে সেল করে আর অফিসিয়াল ফোন গুলো সরকারি ভাবে 30% ভ্যাট দিয়ে দেশের বাজারে পৌচায় যার কারণে অফিশিয়াল ফোন গুলোর দাম টা একটু বেশি পড়ে এবার আসি অফিশিয়াল ফোন গুলো কিনলে বা আনঅফিসিয়াল ফোন গুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন আর কি কি সুযোগ সুবিধা পাবেন না যে কোন কোম্পানির ফোনই হোক না কেন আপনি যদি অফিশিয়ালি কেনেন তাহলে তাদের অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টি পাবেন এবং পরবর্তীতে ফোনের কোন সমস্যা হলে ফ্রিতেই ফোনটি সার্ভিসিং করাতে পারবেন এবং আনঅফিসিয়াল ফোন গুলো কিনলে এবং পরবর্তীতে কোন প্রবলেম হলে সেই ফোনের অফিশিয়াল গ্যারান্টি আর থাকে না,,,, তবে যদি দোকানদার আপনাকে কিছু দিনের জন্য ওয়ারেন্টি বা গ্যারান্টি দেয় সেটা দাোকানদার এর ইচ্ছা। আনঅফিসিয়াল ফোন কিনলে ফোনটি কপি পড়ার সম্ভাবনা ও থাকে জাস্ট এটুকুই ডিফারেন্স তবে আমি মনে করি আনঅফিসিয়াল ফোন কিনলে যে কোন বিশ্বস্ত দোকান থেকে কেনা ভালো তাহলে ফোনটি কপি পড়ার সম্ভাবনা কম থাকে বা পরবর্তীতে ফোনে কোনো প্রবলেম হলে তাদের দেওয়া ওয়ারেন্টি বা গ্যারান্টি অনুযায়ী রিপ্লেস করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ