RushaIslam

Call
যদি এমন কোনো উপায় থাকতো তাহলে পুরো বিশ্বের যত মানুষ আছে তাদের কারো স্কিনে ব্রণ খুঁজে পেতাম না আমরা। ১সপ্তাহে পুরো মুখের ব্রণ নির্মুল করা অসম্ভব প্রায়, বরং কিছু সংখ্যক ব্রণ কমানো যেতে পারে। তবে আপনি ১-২ মাসের মধ্যে নিশ্চয় ব্রণ কমাতে পারেন পুরোপুরিভাবে প্রাকৃতিক উপায়ে। আপনি নিচের লেখা নিয়মগুলি ফলো করবেন:
  • এলোভেরা জেল এবং মধু একত্রে করে প্রতিদিন ব্যবহার করুন।   
  • দাগের জায়গায় টুথপেস্ট লাগান এবং সারারাত রাখুন। সকালে ধুয়ে ফেলুন।  
  • আলুর রস এবং পাকা পেঁপে  পেস্ট করে একদিন পর পর মুখে লাগান।   
  • ভাজাপোড়া খাবেন না।  
  • প্রচুর জল পান করুন।  
  • প্রতিদিন ডাবের পানি অথবা গোলাপজল দিয়ে মুখ ধুবেন কমপক্ষে দুইবার। 
  • ব্রণ হলে নখ লাগাবেন না।
  • কোনোপ্রকার কেমিকেলযুক্ত ক্রিম ব্যবহার করবেন না।
  • একদিন পর পর ভাতের মাড় এবং টকদই একত্রে মিশিয়ে মুখে লাগান।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

আপনি নিচের কাজটি করতে পারেন (→)

মধু :-
bdnews24
টমেটো :-
bdnews24
  • আপনি মাঝারি আকারের টমেটো মাঝ বরাবর কেটে নিন। তারপর টমেটো ব্লেন্ড করে রস বের করে নিন। সামান্য মধু টমেটোর সাথে ব্রণের দাগের উপর প্রয়োগ করুন। সপ্তাহ্র ২–৩ বার নিয়মিত এটি করুন। আশা করি ব্রণের দাগ দূর হয়ে যাবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মধুর সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে শুধুমাত্র দাগের উপর লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চাইলে সারারাতও রাখতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মুখের দাগ দূর হয়ে গোছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি কিছু tips দিচ্ছি

  • ব্রণের উপর টুটপেস্ট ও লেবু একসাথে মিশিয়ে লাগিয়ে রাখুন।
  • নিমপাতা বেটে সম্পূর্ণ মুখে লাগান।
  • এক টুকরো রসুন থেঁতলে ব্রণের উপর লাগান।
  •  মুখে মধু ব্যবহার করতে পারেন।
  • পেঁপে পেস্ট করে ব্রণের উপর লাগান।
  • পুদিনা পাতার রসও লাগাতে পারেন।
  • শশা পেস্ট ও মধু একসাথে মিশিয়ে মুখে লাগান।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো সমপরিমাণ বাটা কাঁচা হলুদ এবং চন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে। মিশ্রণটি দাগের জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষণ পর শুকিয়ে গেলে মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ