RushaIslam

Call

আপনি ফর্সা হবার জন্য যে ক্রিম কিনবেন,তা মুলত ক্রিম নয়,ক্যান্সার কিনছেন। এগুলিতে ক্ষতিকর স্টেরয়েড থাকে যা আপনার স্কিনের হাল বেহাল করার যথেষ্ট যথেষ্ট।  এলার্জির দাগ দূর করার জন্য সব থেকে ভাল উপায় হল পুদিনাপাতার রস এবং গ্রিন টি। আপনি এই দুইটি উপাদান একত্রে করে মুখে ম্যাসাজ করুন, এরপরে ২০মিনিট পর ধুয়ে ফেলুন।তারপর মুখে কিছুই ব্যবহার করবেন না কমপক্ষে ছয় ঘণ্টা। এটি ঘুমানোর আগে ব্যবহার করতে পারেন। এছাড়া টি ট্রি অয়েল ব্যবহারেও ভাল ফল পাবেন। স্কিন ফর্সা হবার জন্য এই দুইটির সাথে এলোভেরার জেল মিক্সড করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMAsadullah

Call

এলার্জির জন্য ক্রিম হলো

ন্যাফগাল।


এলার্জির দাগ মিশানোর

বেটনোভিট।


অামার কাছে এই ২ টা ভালো লাগছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call

আপনি ক্রীম ব্যবহার থেকে বিরত থাকুন এবং নিচের প্যাক ব্যবহার করতে পারেন 

লেবু মিশিয়ে ও টমেটো রস মসৃণ পেস্ট তৈরি করুন। এই মিশ্রিত পেস্ট আপনি চাইলে মুখে, গলায়, হাতে, পায়ে যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। রোজ লাগান আপনার শরীরের দাগে প্রায় ১৫ মিনিট এর মতো রেখে দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ