৭ দিনের বেশী জ্বর হলে সাধারনতঃ এন্টারিক ফিভার বা টাইফয়েড জ্বর হবার সম্ভাবনা অনেক বেশী । আর টাইফয়েড হলে কাশি হতেই পারে । এখন রক্ত পরীক্ষা করে ডায়াগনোসিস করতে হবে । টাইফয়েডের জন্য ভিডাল টেস্ট Widal Test করা হয় । এছাড়া রক্তের সি বি সি CBC পরীক্ষা করা হয় । এখানে ই এস আর ESR অনেক বেশী থাকে । এছাড়া ইসিনোফিলও দেখতে হবে । যেহেতু কাশি আছে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ