RushaIslam

Call

ক. শর্করা জাতিয় খাদ্য। খ. যেসব আমিষে প্রয়োজনীয় অ্যামাইনো এসিড পাওয়া যায় তাকেই উচ্চ আমিষ বলা হয়ে থাকে। সাধারণত প্রাণিজ আমিষকে উচ্চমানের আমিষ বলে। গ.উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান অত্যন্ত কম পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে। ঘ.উদ্ভিদের অত্যাবশ্যক গৌণ পুষ্টি উপাদান: ম্যাংগানিজ,মলিবডেনাম,বোরন,দস্তা,তামা,ক্লোরিন। মুখ্য অত্যাবশ্যক পুষ্টি উপাদান : অক্সিজেন,হাইড্রোজেন,নাইট্রোজেন,ক্যালসিয়াম,পটাসিয়াম,সালফার,কার্বন,ম্যাগনেশিয়াম,ফসফরাস,লৌহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ