Rubidium

Call

জায়েজ নাজায়েজ কিছুই নয়।আপনি উলঙ্গ হয়ে গোসল করবেননা।কারণ এতে তো আল্লাহ দেখছে।আল্লাহ সব দেখেন।সুতরাং গোসলের সময় উলঙ্গ হওয়া ঠিক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা । জায়েজ আছে এতে আপনি যদি আপনার হাটু একবার দেখেন তাহলে পাপ হবে দুইবার দেখলে দ্বিগুল পাপ হবে। এবং অন্য কেউ দেখলে একগুন করে বেরে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাথরুমে একা উলঙ্গ হয়ে গোসল করা জায়েয । তবে তা না করাই ভালো আবারও বলছি  জায়েজ। তবে না করা ভালো এবং উত্তম

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbuObaida

Call

এটা ভিষন গর্হিত কাজ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামী শরীয়ত অনুযায়ী বাথরুমে অর্থাৎ নির্জনে একা উলঙ্গ হয়ে গোসল করা অনুচিত! তবে অনেকেই তা জায়েজ মনে করেন তবে এভাবে গোসল না করাই উত্তম। কেননা, রাসূলুল্লাহ বলেনঃ তুমি কি জান না, রানও সতরের অন্তর্গত। তাই সদা সর্বদা এমন কি গোসলের সময় সতর ঢেকে রাখতে হবে। উলঙ্গ না হওয়া সম্পর্কেঃ ইবন নুফায়ল (রহঃ) ই’য়ালা (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে খোলা-ময়দানে উলঙ্গ হয়ে গোসল করতে দেখেন, এরপর তিনি মিম্বরে উঠে আল্লাহর হামদ ও প্রশংসা করার পর বলেনঃ মহান আল্লাহ চিরঞ্জীব, পর্দাকারী, তিনি শরম ও পর্দাকারীদের ভালবাসেন। আর তোমাদের কেউ যখন গোসল করে, তখন সে যেন তার সতর ঢেকে রাখে। (সূনান আবু দাউদ হাদিস নম্বরঃ ৩৯৭১ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ