Call

স্বপ্নদোষ হলে মাথা না ভিজিয়ে গোসল করে নামাজ পড়া যাবেনা এবং কবর স্থানেও যাওয়া যাবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামী শরীয়ত অনুযায়ী স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়ে যায়। এমতাবস্থায় পরিপুর্ণ ভাবে অর্থাৎ মাথা না ভিজিয়ে গোসল করে নামাজ পড়া ও কবর স্থানে যাওয়া যাবে না। তবে যদি পানি যদি না পাওয়া যায় বা পানি ব্যবহার করলে ক্ষতির আশংকা দেখা যায়, তাহলে তায়াম্মুমের দিকে অগ্রসর হবে। তবে মাথায় আঘাত পেয়ে ক্ষত হলে উক্ত স্থানে বা অন্য কোন কারণে পট্টি বা ব্যান্ডেজ লাগানো হয় তা ধৌত করার পরিবর্তে সেখানে মাসেহ করলেই যথেষ্ট হবে। তাহলেই তার পবিত্রতা পূর্ণ হয়ে যাবে। +☞ আবারো বলা হচ্ছে স্থানটি উম্মুক্ত কিন্তু ধৌত করলে ক্ষতির সম্ভাবনা আছে। তখন সেখানে মাসেহ করা ওয়াজিব। +☞ স্থানটি উম্মুক্ত কিন্তু ধৌত বা মাসেহ করলে ক্ষতির সম্ভাবনা আছে। তখন সেখানে তায়াম্মুম করা ওয়াজিব। +☞ স্থানটি পট্টি বা ব্যান্ডেজ জাতীয় বস্ত দ্বারা ঢাকা আছে। তখন সেই বস্তর উপর মাসেহ করবে। ধৌত বা তায়ম্মুম করার দরকার হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ