আমি এর আগেও পোস্ট করেছি ,,আমার প্রবলেম আমি এক বাসার কাজের মেয়ের সাথে সম্পর্ক করি,,কিন্তু পরিবার মেনে নিবে না কখনো। এখন কি করবো আমি ,,কিছুতেই ভালো থাকতে পারছি না কাউকে কিছু বলতেও পারছি না কারন মেয়েটি বাসার কাজের মেয়ে ,,মেয়েটি খুব গরীব আমি মেয়েটিকে অনেক ভালোবাসি আমি তাকে কোনভাবেই ছারতে পারবো না ,,পরিবারের কেউ জানতে পারলে আমাকে হয়তে মেরেই ফেলবে ,,মেয়েটির সাথে আমার  7 বছরের সম্পর্ক,,আমি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি অনেক বার এখন আমি কি করবো প্লিজ একটা সমাধান দিন ,,আমি একটুও ভালো থাকতে পারছি না ,,আমি কিভাবে পরিবার কে বুঝাবো পরিবার কি কোনদিন মেয়ে নিবে বাসার কাজের মেয়েকে ,,আমি মেয়েটিকে অনেক ভালোবাসি, মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানু কেউ ই মেনে নিবে না আমি এখন কি করবো নাকি মরে যাবো এতো কস্ট পাওয়ার থেকে মরে জাওয়া অনেক ভালো প্লিজ প্লিজ আমাকে সমাধান দিন প্লিজ, ,7 বছরের সম্পর্ক আমি কিভাবে ভুলে যাবো আর কিভাবেই তাকে ছেরে দিবো মেয়েটি কাজের মেয়ে কিন্তু আমার কাছে সে অনেক কিছু,,আমি অকে ছাড়া বাচবো না প্লিজ সমাধান দিন প্লিজ                                 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি যদি সত্যিই থাকে ভালোবেসে থাকেন তাহলে জাত, পেশা বা পারিবারিক মর্যাদাকে বিচার করবেন না। কারণ ভালোবাসার কাছে এগুলো নগণ্য। তাই নিজে থেকে আপনার প্রথমে এটা বুঝতে হবে।  আপনার যদি একান্তই বিশ্বাস থাকে যে আপনার পরিবার তাকে মেনে নিবে না তাহলে আপনি প্রথমত তার অর্থনৈতিক অবস্থাকে সচল করার দেওয়ার চেষ্টা করুন। তার জন্য ভালো কাজের ব্যবস্থা করুন। তার বাবা বা ভাইয়ের জন্য ভালো চাকরির ব্যবস্থা করুন। মোট কথা তার পরিবারকে একটু সাহায্য করে ভালো অবস্থানে আনার চেষ্টা করুন।  এরপর ধীরে ধীরে আপনার পরিবারকে জানান। প্রথমে মা'কে জানান এরপর ধীরে ধীরে সবাইকে জানাতে থাকুন। বারবার জেদ ধরলে অবশ্যই পরিবার মানতে বাধ্য। আর শুধু পেশাগত এবং পারিবারিক অবস্থানগত কারণে তাকে ছোট মনে না করে সে মানুষ হিসেবে কেমন তা পরিবারকে জানান। অবশ্যই একসময় মেনে নিবে। সবচেয়ে বড় কথা আপনি তার ইজ্জতে হাত দিয়েছেন, বিবাহ না করলে আপনি অনেক বড় গুনাহর শামিল হবেন। তাছাড়া সামাজিকভাবেও কারো সাথে শারীরিক সম্পর্ক করে ছেড়ে দেওয়া অত্যন্ত ঘৃণ্যতম কাজ। এধরনের কাজ না করে পরিবারকে বোঝালে সমাধা ঠিকই আসবে।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ