আমি স্বপ্নে আমার স্বামীকে অন্য মেয়ের সাথে ফোনে কথা বলতে দেখি মাঝেমাঝেই ,এমনকি আজ শবেবরাতের রাতে নামাজ পড়ে ঘুমানোর পড়ে ও দেখি একটা মেয়ের সাথে কথা বলতে এবং মেয়েটি আমার সামনে ছিল।স্বপ্ন দেখা শেষ হইছে আর ফজরের আজান দিল।এর মানে কি বুঝায়??  
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পুরো ঘটনা ভালভাবে না জেনে মন্তব্য করা ঠিক না। কিন্তু তারপরেও উত্তর দেবার স্বার্থে বলতে হচ্ছে যে হতে পারে আপনাদের মধ্যে কিছুটা সন্দেহের উপস্থিতি আছে। আর আপনি just স্বপ্নের মধ্যে তাকে কথা বলতে দেখার কথা জানিয়েছেন। বাস্তবে এমন কিছু করে কিনা সেটা জানতে পারলে পরিষ্কার ধারণা পাওয়া যেত। যদি বাস্তবে সে এমন কিছু করে থাকে তাহলে তাকে technically সে পথ থেকে ফিরিয়ে আনুন। বেশি সময় দিন। ভাল আচরণ করুন তার সাথে। তাকে ভালবাসুন। আর বিনা কারণে সন্দেহ করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে তার সাথে খোলামেলা আলোচনা করুণ।  আর স্বপ্নের ব্যাখ্যা? এর কোন ব্যাখ্যা নেই। আপনার মনের গভীর চিন্তা ভাবনাগুলোই আপনার স্বপ্নে হানা দেয়। তবে ধর্মীয় ভাবে ব্যাখ্যা হল খারাপ কিছু দেখা মানে শয়তানের কুমন্ত্রণা মাত্র। এটা নিয়ে মাথা ঘামাবেন না। আল্লাহ্‌র কাছে মুক্তি চাইবেন নামায পড়ে। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ