শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হ্যা টুপি ছাড়া নামাজ হয়ে যাবে। এটা ফাতওয়ায়ে শামীসহ ফতোয়ার প্রায় সব কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে।

টুপি মাথায় দিয়ে নামাজ না পড়লে নামাজ হবে না এমন কথা দুনিয়ার কেউ বলেনি। টুপি হচ্ছে একটি আদব বা সৌজন্যবোধ। নামাজের একটি সৌজন্যবোধ কিন্তু আপনার থাকা উচিত। কারণ আল্লাহতায়ালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ‘হে বনি আদম! প্রত্যেকটি সেজদাহর জায়গাতে (মসজিদে) তোমরা সৌন্দর্য অবলম্বন কর।’

এ জন্য যখন মসজিদে যাবেন তখন যেন পরিপূর্ণ একটি হায়াত বা পরিপূর্ণ একটি অবস্থান আপনার থাকে সেদিকে খেয়াল রাখবেন।

মাথায় টুপি থাকা হচ্ছে একটি আদব। এটি না থাকলে নামাজ হবে না এমন কথা আমরা বলছি না। চেষ্টা করবেন মাথায় টুপি দিয়ে নামাজ আদায় করতে। তারপরও নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে এটি খেয়াল রাখবেন।

তাই ফুকাহায়ে কেরাম নামাজে টুপি পরা সুন্নত বলেছেন এবং অবহেলা করে টুপি না পরে নামাজ পড়াকে মাকরুহ বলেছেন, যদিও নামাজ আদায় হয়ে যাবে। (ফাতাওয়া কাজিখান ১/১৩৫)

আল্লামা হাসকাফী রহ. দুররে মুখতার (১/৬৯১) কিতাবে লিখেন, و صلوته حاسرا اي كاشفا راسه للتكاسل অলসতাবশত: খালি মাথায় নামাজ পড়া মাকরুহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইসলামিক বিশেষজ্ঞরা নামাজে টুপি পড়া সুন্নত বলেছেন এবং ইচ্ছাকৃতভাবে না পড়াকে মাকরুহ বলেছেন,যদিও নামাজ হয়ে যাবে। - ফতোয়ায়ে কাজিখান: ১/১৩৫, রদ্দুল মুহতার: ১/৬৪০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ